বাঘের থাবায় ক্যাঙ্গারু কুপোকাত

বাঘের থাবায় ক্যাঙ্গারু কুপোকাত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

প্রথম টেস্টে সফররত অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। টেস্টে খেলুড়ে দেশগুলোর মধ্যে এতোদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো জয় ছিল না বাংলাদেশের। অবশেষে সেই অধরা লক্ষ্যে পৌঁছে গেল সাকিব-তামিম-মুশফিকরা।

দুই ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৪৮১ (২৬০+২২১) রান।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ২১৭ রান। পরবর্তী ইনিংসে ২৪৪ রানে অলআউট হয়ে যায়। মোট সংগ্রহ ৪৬১ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই দিন ম্যাচের লাগাম বাংলাদেশের হাতেই ছিল।

তবে তৃতীয় দিনে সেটা কেড়ে নেয় অজিরা। শুধু তাই নয়, দুই উইকেটে ১০৯ রান নিয়ে দিন শেষ করা অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ১৫৬ রানের। কিন্তু সবচেয়ে ভয়ের কারণ ছিল ওয়ার্নার। হারলেও এদিন সেই রুপটা আরও একবার দেখিয়ে গেছেন এই অজি ওপেনার। তবে সাকিবের বলে ওয়ার্নার ফিরে যাওয়ার পরই ধসে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ।  

সম্পর্কিত খবর