ঝালকাঠিতে শিশু মেলার উদ্বোধন

ঝালকাঠিতে শিশু মেলার উদ্বোধন

এস এম রেজাউল করিম • ঝালকাঠি প্রতিনিধি

শিশুর জন্য উপযোগী বিশ্ব গড়ে তুলতে ও সামাজিক সচেতনতা বাড়াতে ঝালকাঠির রাজাপুরে নানা আয়োজনে দুই দিন ব্যাপি শিশু মেলা শুরু হয়েছে।  

আজ সকালে মেলা উপলক্ষে উপজেলা সদরে র‌্যালি বের করা হয় এবং রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে মেলার আয়োজন করা হয়।  

নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। মেলার উদ্বোধন করেন উপ সচিব ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর।

 

রাজাপুর উপজেলা ইউএনও আফরোজা বেগম পারুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, জেলা তথ্য অফিসার রিয়াদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম লাইজু, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম ও মহিলা পরিষদের সভানেত্রী মাহমুদা খানম প্রমুখ।  

অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় বিভিন্ন এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্টল রয়েছে।

রেজাউল/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর