ট্রেনের ছাদও কানায় কানায় পূর্ণ

ফাইল ছবি

ট্রেনের ছাদও কানায় কানায় পূর্ণ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

তিল ধারণের ঠাঁই নেই রাজধানী থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে। ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী দিয়ে স্টেশন ছাড়ছে একেকটি ট্রেন। বগির ভেতরে জায়গা না পেয়ে চরম ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদ, ইঞ্জিন ও দুই বগির সংযোগস্থলে বসে-দাঁড়িয়ে ঘরে ফিরছেন শত শত মানুষ।

আজ বৃহস্পতিবারও ট্রেন যাত্রায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

 রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ধীরগতিতে ট্রেন চালাতে হচ্ছে।  এতে শিডিউলে কিছুটা ব্যাঘাত ঘটছে।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম যাত্রীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। যাত্রার দিন কাউন্টার থেকে ১৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি করার কথা থাকায় যাত্রীর চাপ বাড়ছে।

 যারা টিকিট পাননি তারা হুড়মুড়িয়ে উঠে যাচ্ছেন ট্রেনের ছাদে। এদিন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের ছাদে অসংখ্য যাত্রীর মাঝে অনেক নারী-শিশুও দেখা গেছে। হুমায়রা নামে এক যাত্রী জানান, সড়ক পথে যানজট ও ভাড়া বেশি হওয়ায় তারা ট্রেনেই যাতায়াত করেন। এবার টিকিট না পাওয়ায় পরিবারসহ ট্রেনের ছাদে উঠেছেন।

সম্পর্কিত খবর