কাবা শরীফে ইতিকাফ পালনে লাগবে অনুমতি!

কাবা শরীফে ইতিকাফ পালনে লাগবে অনুমতি!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর নৈকট্য লাভ ও অধিক সাওয়াবের আশায় রমজান মাসে পবিত্র কাবা শরীফে ইতিকাফ করে থাকেন। কিন্তু সৌদি আরবের হারামাইন পরিচালনা কর্তৃপক্ষ এবার সেখানে ইতিকাফকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে।

ইতোমধ্যে হারামাইন শরীফাইন পরিচালনা পরিষদ মহাসচিব এক প্রজ্ঞাপনের মাধ্যমে রমজানুল মোবারকে পবিত্র মক্কায় ইতিকাফে অংশগ্রহণ করতে ইচ্ছুকদের থেকে আবেদনপত্রের আহ্বান জানিয়েছেন। যার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ১৫ শাবান তথা ১ মে পর্যন্ত।

আগ্রহীদেরকে এ সময়ের মধ্যে আবেদন করতে হবে।

হারামাইন শরীফাইন ব্যবস্থাপনা পরিষদের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে ইতিকাফকারীরা। আগামী ১৫ শাবান পর্যন্ত আবেদন করা যাবে বলে আরব টিভি সূত্রে জানা গেছে।

ঘোষণায় আরো বলা হয়, ‘আগামী ১৬ রমজান থেকে ২০ রমজান পর্যন্ত আবেদনের প্রেক্ষিতে ইতিকাফকারীদেরকে নির্ধারিত কার্ড বিতরণ করা হবে।

যারা ১৯ রমজান সূর্যাস্তের পর থেকে শাওয়ালের চাঁদ দেখার পূর্ব পর্যন্ত অর্থাৎ রমজানে শেষ দিন পর্যন্ত ইতিকাফ করবে।

হারামাইন শরীফাইনের পরিচালনা পরিষদের কাছে এ আবেদন শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য। যারা কাবা শরীফের ১১৯নং গেটের কাছে বিশেষভাবে নির্মিত ইতিকাফ ক্যাম্পে অবস্থান করবেন। সেখানে সরকারি ব্যবস্থাপনায় সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন ইতিকাফকারীরা।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর