সিরাজগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর, শাহজাদপুর ও কামারখন্দে বজ্রপাতে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- কাজিপুরের চরাঞ্চল ডিগ্রি তেকানী গ্রামের মৃত পারেশ মন্ডলের ছেলে শামছুল মন্ডল (৫৫) ও তার ছেলে আরমান (১৪), শাহজাদপুর উপজেলার ছয়আনি গ্রামের ফারুক খানের ছেলে নাবিল (১৭) ও রাশেদুল ইসলাম ছেলে পলিন (১৫) এবং কামারখন্দের পেস্তক কুড়া গ্রামের মৃত আহের মন্ডলের ছেলে কাদের হোসেন (৩৭)।

কাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, সকালে ডিগ্রী তেকানী চরে ছেলেকে সঙ্গে নিয়ে বাদাম তুলছিলেন শামছুল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়ে দুজনেই ঝলসে যান।

তাদের উদ্ধার করে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে উভয়েই মারা যান।

অপরদিকে, কামারখন্দের পেস্তককুড়া গ্রামের কৃষক কাদের হোসেন বাড়ির পাশেই ক্ষেতের ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শাহজাদপুর যুবলীগ নেতা আশিকুর রহমান দিনার জানান, দুপুরের দিকে দুই বন্ধু নাবিল ও পলিন ছয়আনি গ্রামের একটি তাল গাছের নীচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এ সময় বজ্রপাতে দুজনেই ঘটনাস্থলে মারা যায়।


(নিউজ টোয়েন্টিফোর/সায়েম/তৌহিদ)

সম্পর্কিত খবর