ঈদের সকালে গুঁড়ি গুঁড়ি, বিকেলে ভারী বর্ষণের আভাস

ঈদের সকালে গুঁড়ি গুঁড়ি, বিকেলে ভারী বর্ষণের আভাস

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। কিন্তু শনিবার সকাল থেকেই রাজধানীবাসীর ঈদের খুশিতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ভারী বৃষ্টি না হলেও সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ও বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বিকেলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ব্যাপারে আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ জানিয়েছেন, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে শনিবার সকালের দিকে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, এসব অঞ্চলে বিকেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারিবর্ষণ হতে পারে।

এছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারিবর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতরের আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর