রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গায় ও পুঠিয়া উপজেলার বানেশ্বরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুজন মারা গেছেন। শুক্রবার ভোররাতে এবং সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক এলাকার সাদিকুল ইসলাম সেন্টুর ছেলে নাসির উদ্দিন (৪০) এবং নগরীর পার্শ্ববর্তী বালিয়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল কালাম (৭০)।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানিয়েছেন, সকাল নয়টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক ধরে বাইসাইকেল যোগে কাশিয়াডাঙ্গায় আসছিলেন আবুল কালাম।

পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ওই বৃদ্ধ।

অন্যদিকে, হাইওয়ে পুলিশের পবা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় আম গাছের চারা বোঝাই একটি ট্রাক (যশোর ড- ১১-০৪৬১)।

এতে চারা বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ভেতরে থাকা নাসির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। তবে পালিয়ে যান এর চালক ও সহকারী।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর