বাসের চাকায় পা হারালেন আরও এক নারী

প্রতীকী ছবি

বাসের চাকায় পা হারালেন আরও এক নারী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর মালিবাগ মোড়ে এবার বাসের চাকায় পিষ্ট হয়েছে ডান পা হারালেন এক নারী। আহত নীলুফার বেগম (৪৫) আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল)  ভর্তি আছেন।

তার ওই পায়ের কয়েকটা আঙুল কাটা হতে পারে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন নীলুফার ছেলে আশিকুর রহমান।

তিনি বলেন, তার মা আদাবরে একটি দর্জির দোকানে সেলাইয়ের কাজ করেন।

ব্যক্তিগত কাজে শুক্রবার বিকালে তিনি মালিবাগে যান। ৬ নম্বর বাস থেকে নামার সময় ওই বাসের চাকা মার ডান পায়ের উপর দিয়ে চলে যায়।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, পথচারীরা নীলুফারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, গত মাসের শুরুর দিকে কারওয়ানবাজার এলাকায় দুই বাসের পাল্লায় এক হাত বিচ্ছিন্ন হয়ে পরে মারা যায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। ওই ঘটনা নিয়ে আলোচনার মধ্যে মহাখালীর চেয়ারম্যানবাড়ি এলাকায় বিআরটিসির একটি বাসের চাপায় এক পা বিচ্ছিন্ন হয়ে মারা যান রোজিনা আক্তার নামের এক তরুণী। তারপর গ্রীনলাইন বাসের চাকায় পা হারান আরেক যুবক।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর