নতুন রূপে আসছে গুগল নিউজ

নতুন রূপে আসছে গুগল নিউজ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গুগল নিউজ সেবায় বড় পরিবর্তন আসছে। তাদের বাৎসরিক ইভেন্ট গুগল আই/ও-তেই নতুন গুগল নিউজ সেবা উন্মোচন করা হতে পারে। নতুন নিউজ সেবার ইন্টারফেইস গুগল প্লে নিউজস্ট্যান্ডের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। সেবাটিতে শুধু খবরের লেখা আর ছবি নয়, সঙ্গে খবরের ইউটিউব ভিডিও দেখানো হবে।

সম্ভাবনা রয়েছে, নতুন গুগল নিউজ সেবা চালু হলে প্লে নিউজস্ট্যান্ড অ্যাপ ও সেবা বন্ধ হয়ে যেতে পারে। খবর সংক্রান্ত সকল কনটেন্ট দেখার জন্য একটিই অ্যাপ ও সেবা চালু রাখবে গুগল, তা হচ্ছে গুগল নিউজ।

গুগলের অনেক সেবার সঙ্গেই নিউজ সংযুক্ত। গুগল সার্চ, ইউটিউব, গুগল প্লের মাধ্যমে সাবস্ক্রাইব করা পডকাস্ট ও সংবাদ সংস্থাগুলোর কনটেন্ট, সবকিছুই সংবাদের সঙ্গে সম্পর্কিত।

এগুলো একত্রিত করেই গুগল নিউজ সাজানো হবে। অন্যান্য নিউজ সেবার সঙ্গে গুগলের পার্থক্য হবে অ্যাম্প প্রযুক্তি ব্যবহার। অন্যান্য সকল সেবার চেয়ে দ্রুত ও ইন্টারনেটের ওপর কম চাপ ফেলে লোড করবে গুগল নিউজ, ফলে ব্যবহারকারীদের সময় ও খরচ দুটোই বাঁচবে।

সূত্র: আর্টস টেকনিকা    •    অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর