কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা, এক লাখ টাকা ছিনতাই

কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা, এক লাখ টাকা ছিনতাই

নাসিম উদ্দীন • নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরের চকরামবল্লব গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। এ সময় তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে তারা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।  

আহত কৃষকের নাম ফজলুর রহমান (৪২)।

তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।  

এলাকাবাসী জানায়, সকালে ফজলুর রহমান এক লাখ টাকা নিয়ে পাশের গোপীনাথপুর গ্রামে মেয়ে জামাই সোহেল রানার বাড়িতে যাচ্ছিলেন। পথে আলমগীর হোসেনের বাড়ির কাছে পৌঁছলে আলমগীর ও তার ভাই জাহাঙ্গীর এবং শামীমসহ পাঁচ-ছয়জন যুবক তার পথ রোধ করে। এ সময় তারা ফজলুরকে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

হামলাকারীরা তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  

পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।  

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

নাসিম/অরিন/নিউজ টোয়েন্টিফোর
 

সম্পর্কিত খবর