চট্টগ্রাম টেস্টের টিকিটের মূল্য

ফাইল ছবি

চট্টগ্রাম টেস্টের টিকিটের মূল্য

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টটি সোমবার হতে শুরু হচ্ছে। টিকিট বিক্রি শুরু হয়েছে রবিবার থেকে।
 অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ জয় ছিনিয়ে আনায় দ্বিতীয় টেস্টে দর্শকদের আগ্রহ বাড়েছে। এ ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ৫০ টাকা এবং সর্বোচ্চ ৫০০ টাকা।

আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চট্টগ্রামে আজ থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। এ ম্যাচে টিকেট পাওয়া যাবে এম এ আজিজ স্টেডিয়ামের বুথ থেকে। এ ছাড়া সাগরিকায় সিটি করপোরেশন কার্যালয়ের পাশে বিটেক মোড় থেকে টিকেট পাওয়া যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকেট বিক্রি শুরু হবে।

 

প্রতিটি গ্যালারির টিকেটের দাম এরই মধ্যে জানিয়ে দিয়েছে বিসিবি। রুফটফ হসপিটালিটি টিকেটের মূল্য ৫০০ টাকা। এ ছাড়া আন্তর্জাতিক স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউস (পূর্ব ও পশ্চিম) ২০০ টাকা, পশ্চিম গ্যালারি ৮০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকেটের দাম ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত খবর