এ সপ্তাহেই দেখা যাবে ৬০০ মিটার পদ্মা সেতু

ফাইল ছবি

আরও ১৬টি স্প্যান প্রস্তুত

এ সপ্তাহেই দেখা যাবে ৬০০ মিটার পদ্মা সেতু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পদ্মা সেতুর চতুর্থ স্প্যানটি এখন চলে গেছে জাজিরা প্রান্তে। আগামী ১৪ বা ১৫ তারিখে স্প্যানটি ৪০ ও ৪১ নম্বর পিয়ারে বসানো হতে পারে। এর ফলে পদ্মা সেতুর ৬০০ মিটার এ সপ্তাহেই দেখা যাবে।

দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ২০১৯ সালেই পুরো পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করা যাবে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আজ শনিবার ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের চতুর্থ স্প্যানটি প্রায় ৬ কিলোমিটার বহন করে নিয়ে যায় তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন। এর আগে ইয়ার্ডে পেইন্টিংয়ের কাজ শেষ করা হয় স্প্যানটির। সরিয়ে নেয়া হয়েছে পিলারের পাইল স্থাপনের জন্য চ্যানেলে থাকা ফ্লোটিং ক্রেনগুলো।

সকাল সাড়ে ১০টার দিকে ২৯ ও ৩০ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিল স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটি।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর