পাকিস্তান দূতাবাসের সামনে নাগরিক কমিটির মানববন্ধন

পাকিস্তান দূতাবাসের সামনে নাগরিক কমিটির মানববন্ধন

অনলাইন ডেস্ক

পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও চরমপন্থা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি। আজ শনিবার সকালে গুলশানে পাকিস্তান হাইকমিশনের সামনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির এক মানববন্ধন কর্মসূচিতে এই আহ্বান জানানো হয়।

এসময় বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যার দায়ে পাকিস্তানের সেনাসদস্যদের বিচার, ৭১ সালের ভূমিকার জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়। অন্যথায় দেশটির সাথে সকল বাণিজ্য চুক্তি বাতিলের দাবিও জানানো হয় বাংলাদেশ সরকারের কাছে।

  

কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ, সাংবাদিক বাসুদেব ধর, নির্মল রোজারিও, ইসহাক খান, মতিলাল রায় ও মোহাম্মদ শফিকুল ইসলাম। দেশের বিভিন্ন স্থানে একইভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন:

পরীমনির মুক্তির দাবিতে বিক্ষোভ

চুল বিক্রি করে বছরে আয় ৩ হাজার কোটি টাকা!

স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কই ভরসা : স্বাস্থ্যমন্ত্রী

রংপুরে কমেছে মৃত্যু ও শনাক্ত


news24bd.tv/এমি-জান্নাত