‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ নিয়ে অ্যাপ

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ নিয়ে অ্যাপ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস(বেসিস)। অ্যাপটির নাম ‘বিবি-স্যাট-১’।  গুগলের প্লে স্টোর থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড ও ইনস্টল করা যাবে।  

অ্যাপটির মাধ্যমে এই স্যাটেলাইটটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অ্যাপটি নির্মাণ করেছে বেসিস সদস্য প্রতিষ্ঠান টেকনোহেভেন কোম্পানি লিমিটেড।

গতকাল বিকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অ্যাপটি অবম্ক্তু করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।  

তিনি বলেন, বেসিস বিবি-স্যাট-১ অ্যাপের উদ্বোধন ডিজিটাল তথ্যপ্রবাহের ধারাকে বেগবান করবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ বাংলাদেশের জন্যে ঐতিহাসিক ঘটনা।

অ্যাপটির মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে।

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, অ্যাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো হেভেনের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক- দিদারুল আলম।

অ্যাপটি ডাউনলোডের লিঙ্ক: http://www.technohaven.com/bb-sat-1.html

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর