চাঁদ ওঠেনি, শুক্রবার থেকে রোজা

চাঁদ ওঠেনি, শুক্রবার থেকে রোজা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে শুক্রবার থেকে রোজা শুরু হবে। সে মোতাবেক বৃহস্পতিবার তারাবির নামাজ শুরু হবে। সে রাতেই সেহরি খেয়ে রোজা রাখতে হবে মুসলিমদের।

সেই সঙ্গে আগামী ১২ জুন মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

রমজান শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দেখা মিলবে।

এবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

অন্যদিকে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও বৃহস্পতিবার থেকে রমজান শুরু হচ্ছে।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর