ঝালকাঠিতে বোরোর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি 

ঝালকাঠিতে বোরোর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি 

এস এম রেজাউল করিম • ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বোরো আবাদে বাম্পার ফলন হয়েছে। এখন চলছে ক্ষেতের ধান কাটার পালা। বাজার দর ভালো থাকায় লাভের হাতছানিতে কৃষকরা দারুণ খুশি। নিজ জেলার চাহিদা মিটিয়েও আশপাশের বাজারেও রপ্তানির আশা কৃষি বিভাগের।

 

মৌসুমের এ সময়ে মাঠের ধান ঘরে তোলার জন্য নতুন ধান কাটায় ব্যস্ত জেলার চাষীরা। গেল বছরের চেয়ে ফলন ভালো হওয়ায় এ বছর লাভের হাতছানি দেখছেন তারা। আর বাজারে ধানের দামও পাওয়া যাচ্ছে আগের বছরের চেয়েও অনেক বেশি।  

কৃষি বিভাগের তথ্যমতে, প্রতি হেক্টর জমিতে ফলন হয়েছে ৬ টনেরও বেশি।

এবার মৌসুমের শুরুতে বোরো ধানের দাম ৯শ টাকা মণ দরে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। তাই কৃষকরা দেখতে শুরু করেছেন মুনাফার মুখ।  

ঝালকাঠি কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর জেলার ৮ হাজার ৪ শ ৭৬ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। তবে চাষ করা হয়েছে ৯ হাজার ৭শ ১০ হেক্টর জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বাম্পার ফলন হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে আশপাশের জেলার স্থানীয় বাজারে বিক্রি হবে ঝালকাঠির বোরো জাতের চাল।  

রেজাউল/অরিন/নিউজ টোয়েন্টিফোর
 

সম্পর্কিত খবর