পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

প্রতীকী ছবি

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

সরকার হায়দার • পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জোস্না বেগম (৪৫) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখ্যাতি গ্রামে।  

আটোয়ারী থানা পুলিশ কাল সন্ধ্যায় ওই গৃহবধুর লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী সোলায়মান আলী পলাতক রয়েছে।

 

তোড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আল আজাদ জানান, সুখ্যাতি গ্রামের মৃত জমেদ্দীনের ছেলে মো. সোলেমান আলী (৫০) ফকিরগঞ্জ বাজারে মাইক ও লন্ড্রির ব্যবসা করে। কোন এক সময় সে তার স্ত্রী জোস্না বেগমকে শরীরের বিভিন্নস্থানে লাঠিসোটা দিয়ে মারপিট করে। এতে তার মৃত্যু হয়।  

পরে মৃত অবস্থায় স্ত্রীকে ফেলে রেখে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায় সোলেমান।

ওই পরিবারের একমাত্র ছেলে ফরহাদ (১৬) দোকান থেকে বাসায় এসে ঘরে তালা লাগানো দেখতে পায়। সে তার মাকে খুঁজে না পেয়ে ঘরের তালা ভেঙ্গে ফেলে। ভেতরে প্রবেশ করতেই মায়ের লাশ বিছানায় পড়ে থাকতে দেখে সে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।  

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।

হায়দার/অরিন/নিউজ টোয়েন্টিফোর