খাদ্যে ভেজাল: সিংড়ায় ভাম্যমান আদালতের অভিযান

খাদ্যে ভেজাল: সিংড়ায় ভাম্যমান আদালতের অভিযান

নাটোর প্রতিনিধি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করেছে ভাম্যমান আদালত। শনিবার দুপুরে সিংড়া পৌর শহরের মাদরাসা মোড়, বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মূল্য তালিকা না থাকা, দ্রব্যের অধিক দাম ও মেয়াদোত্তীর্ণ পণ্যের জন্য ১৩টি দোকান মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সরকার এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, ভোক্তা অধিকার আইনে তাদের জরিমানা করা হয়েছে।

পণ্যের অস্বাভাবিক মূল্য ও খাদ্যে ভেজাল পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান চলবে।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)
 

সম্পর্কিত খবর