ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে নগরীতে জেলা গোয়েন্দা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রিয়াজুল ইসলাম বিপ্লব (৪০) নামের একজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে মাসকান্দা এলাকার গনশার মোড় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ডিবি পুলিশের দাবি নিহত বিপ্লব নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী।

ডিবি পুলিশের এসআই পরিমল দাস জানান, নগরীর মাসকান্দা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ি মাদক ভাগাভাগি করছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকার গনশার মোড়ে অভিযান চালানো হয়।

পরে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় মাদক সম্রাট বিপ্লবকে আটক করা হয়। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে বন্দুকযুদ্ধে পুলিশের কনস্টেবল রাশেদুল ও কনস্টেবল কাওছার আহত হন। তারা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরো জানান, বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, ২০০ পিস ইয়াবা, তিনটি গুলির খোসা ও ২ টি চাকু উদ্ধার করা হয়।

সম্পর্কিত খবর