মুস্তাফিজের পর অস্ট্রেলিয়া শিবিরে মিরাজের আঘাত

মুস্তাফিজের পর অস্ট্রেলিয়া শিবিরে মিরাজের আঘাত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

ডেভিড ওয়ার্নারকে ফিরিয়েছেন মুস্তাফিজ, আর কার্ট রাইটকে ফেরালেন মিরাজ। আউট হওয়ার আগে রাইট ২৮ বলে ১৮ রান করেছেন।

এদিকে সেঞ্চুরির পর ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা ডেভিড ওয়ার্নারকে সাজ ঘরে পাঠান বাংলাদেশের ক্রিকেট সেনসেশন মুস্তাফিজুর রহমান। ১২৩ রানে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার।

এর আগে অস্ট্রেলিয়ার ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টানা ২ ইনিংসে সেঞ্চুরির দেখা পান ওয়ার্নার।

বৃষ্টি বাগড়ায় আজ নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। বেলা ১টা ১৫ মিনিটের দিকে খেলা শুরু হয়। এর আগে সকাল ৯.৩৫ মিনিটে বৃষ্টি নামে স্টেডিয়াম ও তার আশে পাশে।

যদিও সকাল পৌনে নয়টায় মাঠে আসা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বৃষ্টি শুরুর আগ মুহূর্তেও অনুশীলন করছিলেন। তবে বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে চলে গেছেন ড্রেসিং রুমে।

অন্যদিকে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে ২ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল সফরকারী অস্ট্রেলিয়া।  পরে শক্ত জুটি দাঁড়িয়ে যায়। ওয়ার্নার ও হ্যান্ডসকম্বের ১৫২ রানে জুটি বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। তবে শেষ পর্যন্ত জুটি ভেঙেছে রান আউটে। দারুণ এক ফিল্ডিংয়ে পিটার হ্যান্ডসকম্বকে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন সাকিব আল হাসান।

এ প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ৩২১। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ২ উইকেট, তাইজুল ইসলাম ও মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।

সম্পর্কিত খবর