ট্রেনের টিকিট কালোবাজারি আটক, জেল-জরিমানা

ট্রেনের টিকিট কালোবাজারি আটক, জেল-জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করার অভিযোগে একজনকে আটক করে জেল ও জরিমানা দেওয়া হয়েছে। রোববার এ অপরাধে দিনাজপুর স্টেশনের সামনে দুটি দোকানে সীলগালা ও একজনের ছয় মাসের জেল দেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান রোববার বেলা ১২টায় নিজেই ওই দোকনে গিয়ে দোকানের মালিক সালাম সরকারের কাছে ট্রেনের টিকিট ক্রয় করেন। এ সময় দোকান মালিক অনলাইনে ক্রয়কৃত রেলের টিকিটের ৮৯২ টাকা প্রকৃত মূল্যের স্থলে অতিরিক্ত ২শ’ টাকা বেশি দাবি করেন।

এ অভিযোগে টিকিট কালোবাজারি সালাম সরকারকে ছয় মাসের বিনাশ্রম জেল, ২০ হাজার টাকা নগত অর্থ জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল দেন। সালাম সরকার দিনাজপুর সদরের ষষ্টিতালার মনির সরকারের ছেলে।

উল্লেখ্য, সালাম সরকারকে এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই অপরাধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন দিনের জেল দেন।

(নিউজ টোয়েন্টিফোর/পলাশ/তৌহিদ)