বরগুনায় কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

বরগুনায় কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

সুমন সিকদার • বরগুনা প্রতিনিধি

বরগুনায় কথিত বন্দুক যুদ্ধে ছগির খান নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ (২৬ মে) ভোরে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি পাইপ গান, ৫ রাউন্ড গুলি ও ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

নিহত ছগির খান বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের কুমড়াখালী এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, ভোর ৫টার দিকে হঠাৎ গোলাগুলির শব্দে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।  

পরে এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ছগির খানের লাশ, বন্দুক, গুলি  ও ইয়াবা উদ্ধার করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, যে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

বরগুনা সদরসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।  

কী কারণে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে জানতে চাইলে ওসি জানান, মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে গোলাগুলি হতে পারে।  
নিহত ছগিরের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

সুমন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর