১০৬ বছরের বৃদ্ধ শরণার্থীকে সুইডেন থেকে বিতাড়ন

১০৬ বছরের বৃদ্ধ শরণার্থীকে সুইডেন থেকে বিতাড়ন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

নাম বিবিহাল উজবেকি। বয়স ১০৬ বছর। ২০১৫ সালে এই অন্ধ নারী সংবাদের শিরোনাম হয়েছিলেন প্রায় তিন হাজার কিলোমিটার পাহাড়, জঙ্গল ও মরুভূমি পাড়ি দিয়ে আফগানিস্তান থেকে সুইডেন গিয়ে।  বিপজ্জনক যাত্রায় সন্তান ও নাতিদের নিয়ে পাড়ি জমানো ওই নারীকে সম্প্রতি বিতাড়িত করা হয়েছে সুইডেন থেকে।

দুই বছর আগে নির্বাসিত এ পরিবার সুইডেনে আশ্রয়ের আবেদন করে। সম্প্রতি সুইডিশ কর্তৃপক্ষ বৃদ্ধ আফগান নারীর সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। বিবিহাল উজবেকি অন্ধ, চলাফেরায় অক্ষম, কেবল অল্প স্বল্প কথা বলতে পারেন। পরিবারের পক্ষ থেকে এই প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

সিরিয়া, আফগানিস্তান, ইরাকসহ অন্যান্য দেশ থেকে ইউরোপে আসা বহু পরিবারের মধ্যে বিবিহালের পরিবারও ছিল।  বর্তমানে ১১ জনের পরিবারটি সুইডেনের ছোট্ট গ্রাম হোয়া’য় বসবাস করছে।

তাদের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার চিঠি আসে রমজান মাসে।  কিন্তু পরিবার থেকে ওই বৃদ্ধাকে তখনই কিছু জানানো হয়নি।

তার ২২ বছর-বয়সী নাতী মোহাম্মদ উজবেকি বলেন, ‘আমার বোনেরা কাঁদছিল, কেন কাঁদছে জিজ্ঞাসা করলে আমার নানী বুঝতে পারেন। ’ পারিবারিকভাবে আবেদন প্রত্যাখ্যান হওয়ার কথা তাকে জানানো হলে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।  সম্প্রতি তিনি স্ট্রোক করেছেন।  

সম্পর্কিত খবর