নির্মাণাধীন ব্রিজের নিচে চাপা পড়ে ২ জনের মৃত্যু

পুরোনো ছবি

নির্মাণাধীন ব্রিজের নিচে চাপা পড়ে ২ জনের মৃত্যু

সোহান আহমেদ কাকন • নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে নির্মাণাধীন ব্রিজের পাইলিংয়ের নিচে চাপা পড়ে এক শিশু ও নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ (৫ জুন) বিকেলে নদীতে গোসল করার সময়  নির্মাণাধীন ব্রিজটির পাইলিং সরে গিয়ে শিশু তামিম ও নির্মাণ শ্রমিক রিফাত মিয়ার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।  

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শিশু তামিম পাইকুড়া গ্রামের হবিব মিয়ার ছেলে।  শ্রমিক রিফাত মিয়ার বাড়ী শেরপুর জেলার নকলা উপজেলায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারী জিন্নাত আলী।

এদিকে, এলজিইডি মোহনগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহাবুব আলম জানান, ধলাই নদীর ওপর ৩ কোটি টাকা ব্যয়ে পাইকুরা টু জৈনপুর ৬৩ মিটার ব্রিজ নির্মাণাধীন রয়েছে।

আজ বিকেলে কাজ চলাকালীন সময় ব্রিজের পাইলিং সরে গিয়ে শিশু তামিম ও শ্রমিক রিফাত নিহত হয়েছে।

সোহান/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর