ইনজুরিতে ফ্রেড, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

ইনজুরিতে ফ্রেড, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক

অস্ট্রিয়ার বিপক্ষে রোববার শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। পরশু এই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার তারা অনুশীলনে নামে। এ সময় ক্যাসেমিরোর সঙ্গে ধাক্কা লেগে পায়ে চোট পান সদ্য ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। গোড়ালির ইনজুরিতে পড়েছেন তিনি।

ব্রাজিল জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছেন, তারা আজ (৮ জুন) ফ্রেডকে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। তারপর সিদ্ধান্ত নিবে।  

ফ্রেডের সতীর্থ মার্সেলো মনে করেন, ইনজুরি খুব একটা মারাত্মক নয়। হয়তো বিশ্বকাপের কয়েকটা ম্যাচ মিস করতে পারেন ফ্রেড।

তবে দ্রুতই তিনি দলের অনুশীলনে ফিরে আসতে পারবেন বলে আশা করছেন রিয়াল মাদ্রিদ তারকা।

মার্সেলো বলেন, ‘আসলে এটা বিশ্বকাপ। আর বিশ্বকাপের জন্য সবাই কঠোর পরিশ্রম করছে। আমি বিশ্বাস করি, ফ্রেডের ইনজুরি মারাত্মক কিছু নয়। আশা করছি, দ্রুতই সে আমাদের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। ’

গেল সোমবার (৪ জুন) ফ্রেড প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।  
ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেৎস্ক থেকে ৫০ মিলিয়ন পাউন্ডে যোগ দিয়েছেন ম্যানইউতে।

বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘ই’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। ১৭ জুন সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে হেক্সা মিশন শুরু করবে সেলেসাওরা।  

সূত্র: ডেইলি এক্সপ্রেস 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর