হ্যাপি কাপল এর সংজ্ঞা !!

হ্যাপি কাপল এর সংজ্ঞা !!

-মাকসুদা আক্তার প্রিয়তি
নিউজ ২৪ ডেস্ক

বাইরের সমাজের কাছে সুখী দম্পতির তকমা পাওয়া নির্ভর করছে সেই দম্পতি বাইরের পৃথিবীতে নিজেদের দাম্পত্য জীবনকে কিভাবে চিত্রায়ন করছে। উনারা যেভাবে আমাদের দেখাবে আমরা সেইভাবেই দেখবো তাদেরকে দূর থেকে কোন ভাবে গভীর পর্যালোচনা না করেই (তা করার দরকারও নেই, কারণ যে যেভাবে ভালো থাকে)। কিন্তু পর্দার ভিতরের চিত্র বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। যা শুধু ওই দুইটি মানুষ ছাড়া কেও জানে না।

এমনকি বাবা-মা ও কাছের মানুষ ও অনেক সময় জানে না। তাই অজানা অনেক কিছুই রয়ে যায় অজানা মানুষের কাছে।  
 
আর ওই অজানা বিষয়গুলোকে কেউ কেউ সামাজিক চাপে তা চাপিয়ে রাখে বা রাখতে বাধ্য করে বা চাপিয়ে রাখার মতো বিশেষ ধৈর্যশক্তি ও গুণ অনেকের মধ্যে থাকে, তাই পারে। আবার কেউ কেউ হাঁপিয়ে যায়, তাই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সমাজের চাপকে উপেক্ষা করে।
 

দুইভাবে দাম্পত্য জীবন - 
হয় অপারগতাকে অস্বীকার করা। যেমন: ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা, প্রিন্সেস ডায়ানা।  
নয়তো কম্প্রোমাইজ করা। যেমন : ডেভিড ও ভিক্টোরিয়া বেকহাম।  
কোন তারকাদের জীবনও এর উর্ধে নয়।  
We better accept this reality like our next door !!!

(মাকসুদা আক্তার প্রিয়তির ফেসবুক থেকে সংগৃহীত)