মনোনয়নপত্র জমা দিলেন আইভী

সংগৃহীত ছবি

মনোনয়নপত্র জমা দিলেন আইভী

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. সেলিনা হায়াত আইভী। গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারও মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

বিএনপির আরো তিন নেতা মনোনয়নপত্র কিনেছিলেন বলে জানা গেছে।

তবে ওই তিনজনের কেউই মনোনয়নপত্র জমা দেননি। তাঁরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওয়াত হোসেন খান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন।

গতকাল আইভী ও তৈমূর আলম ছাড়া আরো ছয়জন মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন খেলাফত মজলিশের এ বি এম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস, স্বতন্ত্র মোহাম্মদ সুলতান মাহমুদ ও মো. কামরুল ইসলাম।

বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার প্রার্থী আইভীর।  

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, শেষ দিন পর্যন্ত মোট আট জন মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর। ২০ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৬ জানুয়ারি। মেয়র পদ ছাড়াও ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:


 

প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেল এক নারীর 


উল্লেখ্য, আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী সিটি করপোরেশন নির্বাচনে পর পর দুইবারের বিজয়ী মেয়র। এর আগে তিনি নারায়ণগঞ্জ পৌরসভায়ও এক মেয়াদে মেয়র ছিলেন। এ ছাড়া তিনি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।

news24bd.tv রিমু