আজ থেকে দু’দিন সেন্টমার্টিনে যেতে পারবে না পর্যটকরা

সেন্টমার্টিন দ্বীপ

আজ থেকে দু’দিন সেন্টমার্টিনে যেতে পারবে না পর্যটকরা

অনলাইন ডেস্ক

আজ শনিবার (২৫ ডিসেম্বর) ও রোববার (২৬ ডিসেম্বর) সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন উপজেলা প্রশাসন। এই দুই দিন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে দ্বীপটিতে যেতে না করা হয়েছে। আগামীকাল রোববার সেন্টমার্টিন ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে যেন কোন ব্যাঘাত না ঘটে সে জন্য বহিরাগত লোকজনের উপস্থিতি বন্ধ রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই সাথে সেন্টমার্টিনের সঙ্গে চলাচলকারী তিনটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানিয়েছেন, আজ শনিবারই দ্বীপ থেকে সব পর্যটককে সরিয়ে নেওয়া নিশ্চিত করা হবে।

ইউএনও বলেন, ইউপি নির্বাচন থাকায় নৌপথে টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিনের জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব পর্যটক সেন্টমার্টিন ছিলেন, তাদের অধিকাংশ শুক্রবার দ্বীপ ত্যাগ করেছেন।

বাকিদের শনিবার দুপুরের মধ্যে দ্বীপ ত্যাগ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ২৭ ডিসেম্বর থেকে পুনরায় তিনটি নৌপথে আবার স্বাভাবিক নিয়মে জাহাজ চলাচল করবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সেন্টমার্টিন ইউপির রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, এ ইউপিতে নৌকা প্রতীকসহ স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন। এই দ্বীপ ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউপিতে মোট ৩ হাজার ৩৬৫ জন ভোটার রয়েছেন।

আরও পড়ুন


লাইফ সাপোর্টে অভিনেতা আমির সিরাজী

news24bd.tv এসএম