বিশ্বকাপ উপলক্ষে রাশিয়ায় পুলিশ পাঠাচ্ছে ইরান

ইরানি পুলিশ।

বিশ্বকাপ উপলক্ষে রাশিয়ায় পুলিশ পাঠাচ্ছে ইরান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তা রক্ষার জন্য রাশিয়ায় পুলিশ পাঠাচ্ছে ইরানের ইন্টারপোল অব ল’ এনফোর্সমেন্ট ফোর্স। এসব পুলিশ রুশ পুলিশের সঙ্গে কাজ করবে এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে।

ইরানি ইন্টারপোল অব ল’ এনফোর্সমেন্ট ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হাদি শিরজাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, প্রয়োজন হলে মস্কোয় অবস্থানরত ইরানি নাগরিকরা রাশিয়ার পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ইরানের নাগরিকরা ইন্টারপোলের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন এবং এজন্য তিনি বেশ কিছু টেলিফোন নাম্বার দিয়েছেন।

জেনারেল শিরজাদ ইরানি নাগরিকদেরকে পাসপোর্ট ও ভিসার ফটোকপি সঙ্গে রাখার পরামর্শ দেন। এছাড়া, পাসপোর্ট ও ভিসার ফটোকপি হোটেল বা বাড়িতেও রাখার কথা বলেছেন তিনি।

১৪ জুন থেকে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত আসরের খেলা শুরু হয়।

এবারের আসরে এশিয়ার অন্যতম প্রধান শক্তিশালী দল হিসেবে ইরান অংশ নিচ্ছে। আগামীকাল মরক্কোর সঙ্গে তাদের প্রথম ম্যাচ রয়েছে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ইরানের বহু নাগরিক এরইমধ্যে রাশিয়ায় গেছেন।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর