যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

রিপন হোসেন চঞ্চল • যশোর প্রতিনিধি

আষাঢ়ের প্রথম দিনে (১৫ জুন) যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

যশোর আবহাওয়া অফিস জানিয়েছে, যশোরসহ খুলনাঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে যশোরে সর্বোচ্চ ৩৭.৮°C তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিন এই জেলায় সর্বনিম্ন ২৭°C তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার সারাদেশের মধ্যে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮°C ছিল।

এদিকে, তীব্র তাপদাহে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে। বিকেলে বড়বাজারে ঈদের কেনাকাটা করতে আসা মজিদ চাকলাদার জানান, ‘রোজা থেকে বাজারে এসে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে।

এখন কোনো মতে বাড়ি ফিরতে পারলেই বাঁচি। ’

রিকশাচালক আবুল হাশেম জানান, ‘দুই প্যাডেল রিকশা চালালেই মাথা ঘুরে উঠছে। গরমে প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়েছে। ’

রিপন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর