আলো ছড়াতে প্রস্তুত নেইমার, বললেন কোচ তিতে

অনুশীলনে নেইমার জুনিয়র

আলো ছড়াতে প্রস্তুত নেইমার, বললেন কোচ তিতে

ক্রীড়া ডেস্ক

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ রাতে ‍‘হেক্সা মিশন’ শুরু হচ্ছে ব্রাজিলের। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১২টায় মাঠে নামবে সেলেসাওরা।  

সেই ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, ‘শতভাগ ফিট নন নেইমার, তবে ফুটবল মহাযজ্ঞে আলো ছড়াতে প্রস্তুত তিনি। ’

গোড়ালির চোটে মাস তিনেকের মতো মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে।

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে খেলার সময় পাওয়া চোটে অস্ত্রোপচারও করাতে হয় তাকে। যদিও বিশ্বকাপের আগে মাঠে ফিরেছেন তিনি চেনা রূপেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর অস্ট্রিয়া ম্যাচেও লক্ষ্যভেদ করেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

দলের সেরা অস্ত্রকে নিয়ে তিতে তাই আশার বাণী শোনালেন, ‘নেইমার শতভাগ ফিট না হলেও শারীরিক সামর্থ্যে বিশেষ সুবিধা পাচ্ছে ও।

ওর দৌঁড়ানোর ক্ষমতা ও দুর্দান্ত গতি বিস্ময়কর, এগুলো হারিয়ে যায়নি। তবে এখনও সে সেরা জায়গায় যেতে পারেনি। ’ এই মন্তব্যে ব্রাজিলিয়ান সমর্থকদের মনে সংশয়ের মেঘ জন্মালেও তা দূর করে দিয়েছেন পরের কথাতেই, ‘আমরা যা প্রত্যাশা করেছিলাম, তার চেয়ে ভালো অবস্থানে আছে নেইমার, আর বিশ্বকাপে সেরাটা উপহার দিতে প্রস্তুত সে। ’

নেইমারকে ঘিরে আবারও বিশ্ব জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিলের কোটি কোটি ভক্ত। সমর্থকদের প্রত্যাশার চাপটা তাই খুব বেশি ২৬ বছর বয়সী তারকার ওপর।  

তিতে সেই চাপ কমাতেই হয়তো বললেন, ‘আমি মনে করি না নেইমারই দলের নেতা। (দলের) প্রত্যেকেই আমাদের শক্তি। জানি অনেক মানুষ আছেন, যারা নেইমারকে পছন্দ করে, আবার অনেকেই আছেন, যারা অপছন্দ করে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এই দলে আলাদা আলাদা ধাঁচের খেলোয়াড় আছে, যারা প্রত্যেকে আলো ছড়াতে পারে। ’ 

সূত্র: মার্কা 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর