বছরের প্রথম অধিবেশন বসছে ১৬ জানুয়ারি

ফাইল ছবি

বছরের প্রথম অধিবেশন বসছে ১৬ জানুয়ারি

অনলাইন ডেস্ক

নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১৬ জানুয়ারি। এটি হবে চলমান একাদশ সংসদের ষোড়শ অধিবেশন। ওই দিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ শনিবার (১ জানুয়ারি) এই তথ্য জানান।

তিনি জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৬ জানুয়ারি (রোববার) একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন:


উন্নয়ন কাজ শেষ করার সুযোগ চান আইভি

শূন্য ভোট পাওয়া প্রার্থী বললেন নিজের ভোট ভাইকে দিয়েছি


এর আগে ২০২০ সালের ২৮ নভেম্বর শেষ হয় জাতীয় সংসদের ১৫তম অধিবেশন।

ওই অধিবেশনে কার্যদিবস ছিল নয়টি। ২৮ নভেম্বর অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

news24bd.tv/ নাজিম

এই রকম আরও টপিক