মেসির পেনাল্টি মিস হওয়ায় খুশি ইসরাইলের যুদ্ধমন্ত্রী!

মেসি ও ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান। 

মেসির পেনাল্টি মিস হওয়ায় খুশি ইসরাইলের যুদ্ধমন্ত্রী!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে লিওনেল মেসির পেনাল্টি মিস হওয়ায় খুশি হয়েছেন ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান।  
সেই সঙ্গে তিনি আর্জেন্টিনার বিরুদ্ধে ভালো খেলার জন্য আইসল্যান্ডের প্রশংসা করেছেন।

ইসরাইলের যুদ্ধমন্ত্রী দাবি করেন, ইসরাইলের সঙ্গে প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না।

মেসির পেনাল্টি মিস নিয়ে যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান একটি টুইটও দিয়েছেন।

টুইটে লিখেছেন, আইসল্যান্ডের সঙ্গে খেলায় আমরা দেখেছি ইসরাইলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলা কতটা জরুরি ছিল মেসির জন্য। মেসি যদি ওই প্রীতি ম্যাচ খেলতেন তাহলে আরও বেশি প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে পারতেন। প্রস্তুতি না থাকার কারণেই মেসি পেনাল্টি মিস করেছেন বলে তিনি দাবি করেন।  

শনিবার আইসল্যান্ডের সঙ্গে খেলায় একটি পেনাল্টি মিস করেন মেসি।

ফলে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের মধ্যে খেলা ড্র হয়। এরপরই হাস্যকর এ বক্তব্য দেন লিবারম্যান।  

উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গন ও ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিবাদের মুখে আর্জেন্টিনা ইসরাইলের সঙ্গে প্রীতি ম্যাচটি বাতিল করে। গত ৯ জুন ওই ম্যাচটি হওয়ার কথা ছিল।

সম্প্রতি গাজায় প্রায় দেড়শ' ফিলিস্তিনিকে হত্যা করার পর বিশ্বব্যাপী এর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।

সর্বত্র দাবি উঠে, ইসরাইলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার অর্থ হচ্ছে তাদের হত্যা-নৃশংসতাকে সমর্থন দেওয়া। বিষয়টি উপলব্ধি করেই আর্জেন্টিনা ম্যাচটি বাতিল করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর