সর্বাধিক ফাউলের শিকার হয়ে রেকর্ড বইয়ে নেইমার!

সর্বাধিক ফাউলের শিকার হয়ে রেকর্ড বইয়ে নেইমার!

ক্রীড়া ডেস্ক

অপ্রত্যাশিত ড্রয়ে ‘হেক্সা মিশন’ শুরু করেছে ব্রাজিল। রোস্তভে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় পয়েন্ট ভাগাভাগি করেছে সেলেসাওরা। তবে দল জয়বঞ্চিত হওয়ার কারণ হিসেবে নেইমার তার স্বাভাবিক খেলা খেলতে না পারার কারণকে দুষছেন ভক্তদের অনেকে।  

সদ্য ইনজুরি থেকে ফেরা নেইমারকে তার পায়ের জাদু দেখানোর সুযোগই দেয়নি সুইসরা।

গুণে গুণে ১০ বার ফাউল করা হয়েছে তাকে। তাতে ব্রাজিল না জিতলেও নেইমারের নামটা বিশ্বকাপের রেকর্ড বইয়ে উঠে গেছে!

গেল কুড়ি বছরে বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশিবার প্রতিপক্ষের ফাউলের শিকার মানুষটির নাম নেইমার জুনিয়র!সুইজারল্যান্ডের খেলোয়াড়রা কাল ১০ বার ফেলে দিয়েছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে!

সবশেষ ‘৯৮ বিশ্বকাপের এক ম্যাচে সর্বাধিক ফাউলের শিকার হয়েছিলেন ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিরার। তিউনিশিয়ার খেলোয়াড়রা ১১ বার ফাউল করেছিল তাকে।

সূত্র: ওপ্টা স্পোর্টস, স্পোর্টসকিডা

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর