প্রবল চাপে জার্মানি, স্বীকার করলেন টনি ক্রুস

প্রবল চাপে জার্মানি, স্বীকার করলেন টনি ক্রুস

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নেমে ‘বিসমিল্লাতেই গলদ’! মস্কোয় কাল মেক্সিকান ঢেউয়ে ভেসে যেতে হয়েছে জার্মানদের। অপ্রত্যাশিত পরাজয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কথা বিশ্ব চ্যাম্পিয়নদের।

হয়েছেও সেটা। দম্ভ নিয়ে রাশিয়ায় পা রাখা জোয়াকিম লোয়ের শিষ্যরা এবার সত্যি সত্যিই চাপ অনুভব করছে।

সেই চাপের কথা নিজ মুখেই স্বীকার করলেন দলটির মিডফিল্ডার টনি ক্রস, ‘এই মুহূর্তে আমরা প্রবল চাপে রয়েছি। এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। ’

তবে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা, ‘এই অবস্থা থেকে যে কোনো মূল্যে আমরা ৬ পয়েন্ট চাই। ’ 

বিশ্ব চ্যাম্পিয়ন বলেই কিনা এক ম্যাচ হেরেই এতোটা হাহাকার।

অবশ্য ১-০ গোলে হারের কৃতিত্বটা প্রতিপক্ষ মেক্সিকো দিলেন ডিফেন্ডার ম্যাটস হামেল্স। তার মতে, ‘এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। আমরা সৌদি আরবের সঙ্গে সবশেষ প্রস্তুতি ম্যাচ যেভাবে খেলেছি, সেভাবে এই ম্যাচেও খেলেছি। পার্থক্য ছিল- ওরা খুব ভালো প্রতিপক্ষ। ’

মেক্সিকো যোগ্যতার ভিত্তিতেই ম্যাচ জিতেছে বলে মন্তব্য বায়ার্ন মিউনিখ তারকার, ‘ওরা যোগ্যতার ভিত্তিতেই পূর্ণ পয়েন্ট পেয়েছে। উল্লেখযোগ্য আরেকটি বিষয় হলো- আমরাও তাদের সুযোগ দিয়েছি। ’

সূত্র: স্ট্রেইট টাইমস

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর