আর্জেন্টিনার পরাজয়ে কাঁদলেন ম্যারাডোনা

আর্জেন্টিনার পরাজয়ে কাঁদলেন ম্যারাডোনা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আর্জেন্টিনাকে উড়িয়ে নকআউট পর্বে চলে গেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে গতবারের ফাইনালে খেলা এ দলটি ৩-০ গোলে হারল। হতাশ করেছে মাঝমাঠ, রক্ষণ, গোলরক্ষক থেকে মিডফিল্ডার, ডিফেন্ডার বা স্ট্রাইকার, সকলেই কেমন যেন গুটিয়ে ছিলেন। কোনও ছাপই ফেলতে পারেননি মেসিও।

ক্রোয়েশিয়ার হয়ে তিনটি গোল করেন রেবিক, অধিনায়ক মাদরিচ ও রাকিতিচ। আইসল্যান্ডের বিরুদ্ধে ড্রয়ের পর আর্জেন্টাইন কোচ দলে তিনটি পরিবর্তন এনেছিলেন। নামিয়েছিলেন আকুনা, পেরেজ ও মার্সেডোকে। কাজে আসেনি স্ট্র্যাটেজি।

যা দেখে কান্নায় ভেঙে পড়লেন ডিয়াগো মারাডোনা।

আজ শুক্রবার রাত নয়টায় নাইজেরিয়া বনাম আইসল্যান্ডের ম্যাচে আইসল্যান্ড জিতলে ঘরে ফেরার বিমান ধরতে হবে মেসিদের। আর যদি নাইজেরিয়া জেতে তাহলে শেষ ম্যাচে একটা লাইফলাইন পাবে নীল-সাদা শিবির।

অনেকটা ভাগ্যের ওপরই নির্ভর করতে হচ্ছে আর্জেন্টিনাকে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর