ঘুরে দাঁড়াতে প্রস্তুত জার্মানি

শিষ্যদের সঙ্গে গেমপ্ল্যান নিয়ে আলোচনায় জোয়াকিম লো [ছবি: শাটারস্টক]

ঘুরে দাঁড়াতে প্রস্তুত জার্মানি

ক্রীড়া ডেস্ক

‘মেক্সিকোর কাছে প্রথম ম্যাচে পরাজয় নিছক অঘটন। সুইডেনের বিপক্ষে পরের (আজকের) ম্যাচে দল ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি’-এমনই দাবি করেছেন জার্মানির ডিফেন্ডার ম্যাটস হামেলস।  

মেক্সিকোর কাছে হারের শোক অনেকটাই কাটিয়ে উঠেছেন জার্মানরা। শিবিরে খোলামেলা পরিবেশ ফিরে এসেছে।

সুইডেন ম্যাচ তাদের কাছে বাঁচা-মরার লড়াই। কারণ, আজ হারলেই যে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের।

ফুটবলারদের সঙ্গে সুইডেন ম্যাচের পরিকল্পনা নিয়ে আলোচনা সেরে ফেলেছেন কোচ জোয়াকিম লো। তবে ফুটবলারদের ওপর বেশি চাপ দিচ্ছেন না তিনি।

স্বাভাবিক খেলাটা খেলতে পরামর্শ দিয়েছেন ছাত্রদের।  

সুইডেনের বিরুদ্ধে মাঠে নামার আগে হামেলস বলেছেন, ‘‌সবাই নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারলে সব কিছুই সম্ভব। প্রতিযোগিতায় ভালো কিছু করার ক্ষমতা আমাদের রয়েছে। ’‌ 

স্ট্রাইকার মারিও গোমেজও মেনে নিয়েছেন, গ্রুপের বাকি দুই ম্যাচ তাদের কাছে নকআউট। তিনি বলেন, ‘‌প্রথম ম্যাচে আমাদের খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে। এটা আমরা প্রত্যাশা করিনি। নিজেদের দুর্বলতা খুঁজে বের করেছি। সুইডেনের বিপক্ষে মাঠের নামার আগে ভুল-ভ্রান্তিগুলো শুধরে নিয়েছি। পরের ম্যাচে ভালো খেলার ব্যাপারে আমরা আশাবাদী। ’‌ 

দি মানশাফটদের শুরুর একাদশে আজ একাধিক পরিবর্তন আসতে পারে। টিমো ওয়ার্নারের পরিবর্তে বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার মার্কো রয়েসকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। আর সামি খেদিরার জায়গা নিতে পারেন পিএসজি মিডফিল্ডার জুলিয়ান ড্রাক্সলার।  

সূত্র: দ্য গার্ডিয়ান

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর