চন্দনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

নিহত চন্দন ঘোষ।

চন্দনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অডিট বিভাগের কর্মকর্তা চন্দন ঘোষের খুনিদের গ্রেপ্তারও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার যশোর প্রেসক্লাবের সামনে চন্দন ঘোষের বন্ধুমহল এই মানবন্ধনের আয়োজন করে। মানববন্ধনে চন্দনের বন্ধুমহল ছাড়াও সামাজিক, রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেয়।

এসময় বক্তরা বলেন, চন্দন হত্যার তিন দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কেউ আটক হয়নি।

অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক ও তাদের শাস্তির দাবি করেন তারা।

উল্লেখ্য, গত বুধবার ভোরে পরিবহনযোগে ঢাকা থেকে যশোরে আসেন চন্দন ঘোষ। এরপর রিকসা যোগে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রেলরোডে আদ-দ্বীন হাসপাতালের সামনে পৌঁছালে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।

ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(নিউজ টোয়েন্টিফোর/রিপন/তৌহিদ)
 

সম্পর্কিত খবর