নাইজেরিয়ার সঙ্গে যেভাবে খেলবেন মেসিরা

নাইজেরিয়ার সঙ্গে যেভাবে খেলবেন মেসিরা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার বাঁচামরাই লড়াইয়ে নাইজেরিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এ ম্যাচে জয়লাভ করতে মরিয়া হয়ে উঠেছে মেসি বাহিনী। কারণ হারলেই বাদ। জিতলে কিছুটা আশা জিইয়ে থাকবে।

আর গ্রুপ পর্বের শেষ এ ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন তুরস্কের রেফারি কানেট সাকির।

এ ম্যাচকে ঘিরে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে মেসি-ম্যাসচেরানোরা। শক্তিশালী নাইজেরিয়ার সঙ্গে এ ম্যাচে খেলার ধরণ কেমন হবে তা ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে।

নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিওনেল মেসির সেরা খেলা বের করে নিতে ৪-৩-৩ ফরমেশনে খেলবে আর্জেন্টিনা।

এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে সাম্পাওলির ফরমেশন নিয়ে নাখোশ মাসচেরানো বলেন, ওই ম্যাচে ৩-৪-৩ ফরমেশনে খেলিয়েছিলেন সাম্পাওলি। যা আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। হেরেছিও বাজে ভাবে।

রাশিয়া বিশ্বকাপ দুঃস্বপ্নের মতো কেটছে বার্সেলোনা তারকা লিওনেল মেসির। প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেন তিনি। পরে ক্রোয়েশিয়ার বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের ম্যাচেও নিষ্প্রভ দেখা যায় তাকে।

প্রধান খেলোয়াড় মেসিসহ পুরো দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য কোচ হোর্হে সাম্পাওলিকেই দায়ী করা হচ্ছে। দলের খেলোয়াড়রাও সবাই চিলি ও সেভিয়ার সাবেক ওই কোচের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর