থামছেই না বৃষ্টি

থামছেই না বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

কাকডাকা ভোর থেকেই রাজধানীসহ দেশের প্রায় সব স্থানেই আকাশের মুখ গোমড়া। কোথাও কোথাও থেমে থেমে টিপটিপ বৃষ্টি হচ্ছিল। তবে দুপুর ১টার পর মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টিতে অনেকেই ক্ষণিকের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেললেও টানা বৃষ্টি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হয়।

নগরীর বিভিন্ন রাস্তাঘাটে এরইমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেকেই দূর-দূরান্তে কাজে বেরিয়ে পথে কাকভেজা হয়েছেন। বৃষ্টি থেকে রক্ষা পেতে কেউ কেউ ঘণ্টারও বেশি সময় বিভিন্ন দোকানপাট, শপিংমল, বাসস্ট্যান্ডে আশ্রয় নেন।

দুপুর নাগাদ ঝুম বৃষ্টি কমলেও ঝিরিঝিরি বৃষ্টি থামার কোনো নাম-গন্ধ নেই।

বিকেলে আবহাওয়া অধিদপ্তরে যোগাযোগ করা হলে আবহাওয়াবিদ জানান, বৃষ্টি এখনও হচ্ছে। তবে কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা পরে রেকর্ড চেক করে জানানো যাবে।

এদিকে, আজ (২৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও-কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর