পাকিস্তানে সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় ৪ সেনাসহ নিহত ১৯

সংগৃহীত ছবি

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় ৪ সেনাসহ নিহত ১৯

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বেলোচিস্তানের দুটি সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় ৪ সেনা সদস্যসহ ১৯ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদ আহমেদ জানান, তাদের সশস্ত্র বাহিনী বড় ধরনের একটি হামলা প্রতিহত করেছে। সংঘর্ষে ৪ সেনা ও ১৫ বিদ্রোহী নিহত হয়েছেন। আরও চার-পাঁচ বিদ্রোহীকে ঘিরে রাখা হয়েছে।

আরও পড়ুন:

সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমানায় ড্রোন ধ্বংস করা হয়েছে

তাদের বিষয়ে ব্যবস্থা নেবে সেনাবাহিনী। এদিকে, বালোচ লিবারেশন আর্মি (বিএলএফ) এ হামলার দায় স্বীকার করেছে। তাদের আত্মঘাতী হামলাকারীরা সামরিক ঘাঁটির প্রবেশপথে বিস্ফোরকবোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে। এতে অর্ধশতাধিক সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি বিদ্রোহী গোষ্ঠীটির।

 

news24bd.tv/এমি-জান্নাত