২৭ বছর ধরে স্বেচ্ছায় নিখোঁজ, অবশেষে ফিরলেন বাড়িতে

আব্দুস সালাম ওরফে গড়ই মিয়া

২৭ বছর ধরে স্বেচ্ছায় নিখোঁজ, অবশেষে ফিরলেন বাড়িতে

সিলেট প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আব্দুস সালাম ওরফে গড়ই মিয়া (৬৫)। দীর্ঘ ২৭ বছর আগে নিখোঁজ হয়েছিলেন।

ছেলের খোঁজ পেতে বৃদ্ধ মা ৫ বিঘা জমি বিক্রি করে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। ধর্ণা দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন ব্যক্তির কাছে।

তবুও সন্ধান পাননি নিজ সন্তানের।

ছেলে হারানোর বেদনা নিয়ে মারা যান সেই দুখিনী মা। আত্মীয়-স্বজনের ধারণা ছিল- হয়তো কেউ সালামকে মেরে ফেলেছে বা কোনো দুর্ঘটনায় মারা গেছে।

কিন্তু হঠাৎ গতকাল (২৯ জুন) আব্দুস সালাম রেফে গড়ই মিয়া নিজ বাড়িতে এসে হাজির! তার ফিরে আসায় আনন্দে উদ্বেলিত স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজন, প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

২৭ বছর পর ঘরে ফেরা আব্দুস সালাম জানান, তিনি শরীয়তপুরে পদ্মা সেতু সংলগ্ন দক্ষিণ তীর এলাকায় ছিলেন। সেখানে সবজি বিক্রি ও কাজকর্ম করে এতদিন তিনি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিলেন।

এদিকে, সালামের ফেরার খবরে এলাকার লোকজন তাকে এক নজর দেখতে বাড়িতে এসে ভিড় জমান। তবে এলাকার কাউকেই তিনি চিনতে পারছেন না।

এ বিষয়ে খলাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন আহমদ জানান, সালামের স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। বাড়িতে ফিরে তিনি বড় মেয়ে ছাড়া অন্য কাউকে চিনতে পারেননি।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর