গাজীপুরে ব্রাজিলের জাবুটিকাবা চাষ!

ডেস্ক রিপোর্ট

দেখতে মার্বেলের মতো গোল। ব্রাজিলের জনপ্রিয় এই ফলকে কালো আঙ্গুরও বলা হয়। ফলটির নাম জাবুটিকাবা যা এখন বাংলাদেশেও চাষ করা হচ্ছে। গাজীপুরের কাশিমপুরের বিএডিসিতে রয়েছে এ ফলের বাগান।

কৃষকদের জন্য সুলভমূল্যে পাওয়া যাচ্ছে এর চারা।  

জাবুটিকাবার বৈজ্ঞানিক নাম প্লিনিয়া ক্যালিফ্লোরা। কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, প্যারাগুয়েতেও যথেষ্ট পরিচিত এই ফল। কাশিমপুর বিএডিসিতে এ ফলের  চারা রোপণ করা হয়েছিল বেশ কয়েক বছর আগে।

সেখান থেকেই অল্প কিছু ছড়িয়েছে দেশের বিভিন্ন স্থানে।

কৃষিবিদরা বলছেন, পুষ্টিগুণ ও স্বাস্থ্যকর উপাদান প্রাপ্তির বিচারে জাবুটিকাবা পৃথিবীর উৎকৃষ্ট ফলগুলোর একটি। এ ফল শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে ওজন কমায়। এছাড়াও এই ফলে রয়েছে নানা উপকারি উপাদান। সীমিত পরিসরে চাষ হলেও গাছটি সারা দেশে এখনো উল্লেখযোগ্যভাবে ছড়ায়নি।  

প্রায় ৩৫ বছর আগে বিএডিসি কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের সহকারি পরিচালক বিদেশ সফরের সুযোগে ফলটির মাতৃগাছ নিয়ে আসেন। তারপর থেকে চাষাবাদ শুরু হয়।  

news24bd.tv/আলী