রাশিয়া-১, ক্রোয়েশিয়া-১

গোল শোধ করে উল্লাস করছে ক্রোয়েশিয়া।

রাশিয়া-১, ক্রোয়েশিয়া-১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

৩১ মিনিটে গোল দিয়ে এগিয়ে যায় রাশিয়া। কিন্তু এ ব্যাবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। লিড নেওয়ার ৮ মিনিটের মাথায় সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ৩৯ মিনিটে মারিও মান্দজুকিচের ক্রস থেকে হেডের মাধ্যমে গোল করে দলকে ১-১ ব্যবধানের সমতায় ফেরান আন্দ্রেস ক্রামারিচ।

পরে এই স্কোরে প্রথমার্ধ শেষ করে দু’দল।

এর আগে দেনিস চেরিশেভের গোলে ১-০ গোলে এগিয়ে যায় রাশিয়া। ম্যাচের ৩১ মিনিটে আর্তেম জিউবার সঙ্গে ওয়ান-টু পাসে এগিয়ে গোলটি করেন এই মিডফিল্ডার। এ ম্যাচে যারাই জিতবে তারাই সেমিফাইনালে ইংল্যান্ডের মোকাবেলা করবে।

সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হয় দু’দল।

রাশিয়া সর্বশেষ ১৯৬৬ বিশ্বকাপে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছিল। অবশ্য তখন তারা সোভিয়েত ইউনিয়ন ছিল। আর ১৯৯৮ সালে শেষবারের মতো সেমিফাইনাল খেলেছিল ক্রোয়েশিয়া।

এ ম্যাচকে ঘিরে একটি করে পরিবর্তন এনেছে দু’দল। ঝিকরভের বদলে দেনিস চেরিশেভ রাশিয়া দলে এসেছেন। অন্যদিকে ক্রোয়েশিয়া দলে এসেছেন আন্দ্রেস ক্রামারিচ।
 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর