হরিণ শিকারী সাত্তার মোড়লের গ্রেপ্তাারের দাবিতে মানববন্ধন

সাত্তার মোড়লের গ্রেপ্তাারের দাবিতে মানববন্ধন।

হরিণ শিকারী সাত্তার মোড়লের গ্রেপ্তাারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবন হরিন শিকারের অভিযোগে অবশেষে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাত্তার মোড়লের নামে মামলা দায়ের করা হয়েছে শ্যামনগর থানায়। তারই সহযোগী এসআই লিটন হোসেন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

এদিকে আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে তার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনে বক্তরা সুন্দরবনের জীব বৈচিত্র ধ্বংসকারী সাত্তার মোড়লের গ্রেপ্তার ওদৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে তার সহযোগী ১৬ জনকে চিহ্নিত করে গ্রেপ্তারে দাবি করা হয়।

উল্লেখ্য, গতকাল সোমবার সুন্দরবনে তিনটি হরিন ও তিনটি অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করে শ্যামনগর থানা-পুলিশ। এ ঘটনার নায়ক সাত্তার মোড়লকে ছেড়ে দেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে সাতক্ষীরার সচেতন মহলে ব্যাপক সমালোচনা হয়।


(নিউজ টোয়েন্টিফোর/জুঁই/তৌহিদ

সম্পর্কিত খবর