দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১০ জনের পরিচয় মিলেছে। নিহতদের মধ্যে ৩ নারী, ২ শিশু ও ৫ জন পুরুষ রয়েছেন। দোহাজারী হাইওয়ে পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করে বুধবার (২ এপ্রিল) রাতে একটি তালিকা প্রকাশ করেছে। হাইওয়ে পুলিশের তালিকা অনুযায়ী নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা এলাকার দুলাল বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাস (৪৩), দিলীপ বিশ্বাসের স্ত্রী সাধনা মন্ডল (৩৭), দিলীপের শ্বশুর আশীষ মন্ডল (৫০)। ঢাকার ঢাকার মিরপুরের আব্দুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম শামীম (৪৬), রফিকুল ইসলামের স্ত্রী লুৎফুন নাহার সুমি (৩৫), বড় মেয়ে আনিসা (১৬), ছোট মেয়ে লিয়ানা (০৮), মৃত রফিকুল ইসলামের ভাগিনা তানিফা ইয়াসমিন (১৬), মামা মুক্তার হোসেন (৬০) ও মাইক্রোবাস চালক ঢাকার দক্ষিণ খান এলাকার কালা মিয়ার ছেলে মো. ইউসুফ আলী (৫৫)। এ ঘটনায় আহত চমেক হাসপাতালে...
লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
অনলাইন ডেস্ক

যশোরে প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
অনলাইন ডেস্ক

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল ও বিল্লাল হোসেনের ছেলে জাহিদ। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি প্রাইভেটকার ফুটপাত থেকে সড়কে উঠছিল, ঠিক তখনই বেনাপোল থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি নাভারণ বাজারের দিকে যাচ্ছিল। এসময় সংঘর্ষে দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই প্রাইভেটকার চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সঞ্জিবন মালাকার জানান, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে...
টিকটক করতে গিয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে ২ যুবক নিহত
অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় পড়ে গিয়ে আব্দুল কাইয়ুম ও তারেক নামে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে ও তারেকের বাড়ি জেলার কসবা উপজেলায়। তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার যুবক টিকটক করছিলেন। এ সময় ব্রিজের ওপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে গেলে তারা ছিটকে ব্রিজের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে...
ভ্যানচালককে গলা কেটে হত্যা, পালানোর সময় এক দুর্বৃত্ত আটক
অনলাইন ডেস্ক

মাদারীপুরের শিবচরে দুর্বৃত্তদের হামলায় সায়েম মোল্লা (৬৫) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা তার ভ্যান ছিনতাই করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা এক অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা এলাকায় রাস্তার পাশে সায়েম মোল্লার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। একই সঙ্গে তারা দলবদ্ধ হয়ে ভ্যান উদ্ধারের চেষ্টা চালায়। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা প্রায় দুই কিলোমিটার দূরে সৈকত ঢালী (৩৫) নামে এক ব্যক্তিকে ছিনতাইকৃত ভ্যানসহ আটক করে এবং গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর