আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন বলেন, আবুল কালাম রাজাপুর থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার হওয়া আবুল কালাম আজাদ (৪০) রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের মৃত হারুন তালুকদারের ছেলে। জানা গেছে, আমির হোসেন আমুর সহকারী হিসেবে কাজ করতেন আবুল কালাম আজাদ। পরে তিনি আমুর প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটিপতি বনে গেছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এলাকা থেকে পলাতক ছিলেন।...
আমির হোসেন আমুর সহকারী কালাম গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
![আমির হোসেন আমুর সহকারী কালাম গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739562417-45c3dcbd1183c7576f9769c116cc9546.gif?w=1920&q=100)
কুয়াকাটার একটি লাক্ষা মাছ সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি
অনলাইন ডেস্ক
![কুয়াকাটার একটি লাক্ষা মাছ সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739561009-d3b47b66ef3bbe93197fd1f02bb3c7a6.jpg?w=1920&q=100)
১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে পটুয়াখালীর কুয়াকাটার একটি লাক্ষা মাছ। ১০ কেজি লাক্ষা মাছটি চাপলিবাজার সংলগ্ন ধোলাই মার্কেটের রবিউল ফিস থেকে কুয়াকাটার মেসার্স হাসান ফিস অ্যান্ড ফ্রিজারের স্বত্বাধিকারী মো. হাসান ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন। স্থানীয় মাছ ব্যবসায়ী রেজাউল করিম জানান, এত বড় লাক্ষা সচরাচর দেখা যায় না। এই মাছের স্বাদ অসাধারণ এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এর চাহিদা বেশ ভালো। মাছটি দেখার জন্য বাজারে অনেক মানুষ ভিড় জমায়। মমিনুল ইসলাম নামে একটি জেলে এই মাছটি ধরেছেন। তিনি জানান, ছোট-বড় বিভিন্ন মাছ ধরতে সাগরে বেড়জাল ফেলি। জাল তুলতে গিয়ে দেখি বড় লাক্ষা মাছটি ধরা পড়েছে। এর বাজারমূল্য বেশি হওয়ায় আমরা খুবই আনন্দিত। এদিকে আড়ত ব্যবসায়ী মো. হাসান বলেন, এত বড় লাক্ষা...
গাজীপুরে ১৪টি ঘর আগুনে পুড়ে ছাই
মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর
![গাজীপুরে ১৪টি ঘর আগুনে পুড়ে ছাই](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739559165-8584fa53e140fd325fc48baf0095db37.jpg?w=1920&q=100)
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কলোনির ১৪টি ঘর পুড়ে গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। শুরুতে দুটি ইউনিট পাঠানো হলেও আগুনের ভয়াবহতা দেখে আরও একটি ইউনিট যুক্ত করা হয়। আমাদের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে, যার ফলে কলোনির পাশের একটি কারখানা রক্ষা করা সম্ভব হয়। তিনি আরও বলেন, আগুনে ১৪টি ঘর পুড়ে গেছে, যার মধ্যে একটিতে মোটরসাইকেলের পার্টস ও আরেকটিতে মবিল ও লুব্রিকেন্ট জাতীয় দাহ্য পদার্থ মজুদ ছিল। এসব দাহ্য পদার্থ থাকার কারণে আগুন...
ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০
অনলাইন ডেস্ক
![ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739558675-79f91094257b8acb113e692a09ece0de.gif?w=1920&q=100)
ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরগামী বরযাত্রীবাহী বাসটি ভবুকদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ৩০ জন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর