ভোলার বোরহানউদ্দিন উপজেলায় লঞ্চের পাখা পরিষ্কার করতে নদীতে নেমে তাজুল ইসলাম (৩৫) নামে একজন নিখোঁজ হয়েছেন। আজ বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার পৌর লঞ্চঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি এমভি মানিক-১ এর ইঞ্জিন মেকানিক এবং লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। লঞ্চটির সেকেন্ড মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, তাদের লঞ্চটি মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসে। এরপর পথে নদীতে পাখায় জেলেদের জাল পেঁচিয়ে যায়। পরে ওই জাল পরিষ্কার করার জন্য তাজুল ইসলাম নদীতে নামে। এক পর্যায়ে তিনি নদীতে নিখোঁজ হন। পরে তাকে নদীতে নেমে লঞ্চের অন্যান্য স্টাফরা খোঁজাখুঁজি করেন। না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। আরও পড়ুন ফিল্মি কায়দায় হানা দিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই ০৫ মার্চ, ২০২৫ বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত...
লঞ্চের পাখা থেকে জাল পরিষ্কারে নামাই ভুল হলো মেকানিকের
অনলাইন ডেস্ক

বরিশালে যুবদল নেতা হত্যা, মা-ছেলে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাউনিয়া এলাকার বাসিন্দা সুরুজ গাজী হত্যা মামলায় মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা (ডিবি) জেলার গৌরনদী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- কাউনিয়া এলাকার বাসিন্দা মজিবর হাওলাদারের স্ত্রী কনা বেগম (৩৫) ও তার ছেলে অনিক হাওলাদার (১৬)। সূত্র মতে, গত ৩ মার্চ রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও অপর যুবদল নেতা নয়ন হাওলাদারকে কুপিয়ে জখম করে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন সরদার ওরফে সোনা শাহিন ও তার সহযোগীরা। এ ঘটনায় নগরীর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি শাহিন সরদারসহ অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান...
ছয় পা ওয়ালা বাছুর দেখতে জনতার ভিড়
অনলাইন ডেস্ক

ছয়টি পা নিয়ে একটি গরুর বাছুর জন্ম নিয়ে কুমিল্লার হোমনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটি দেখতে উৎসুক জনতা ভিড় করছেন। বুধবার (৫ মার্চ) সকালে হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দি এলাকার কৃষক আক্তার হোসেনের গাভি বাছুরটি প্রসব করে। এদিকে গরুর বাছুরের ছয় পা নিয়ে জন্ম নেওয়ার ঘটনাটি খুবই বিরল বলছেন প্রাণিসম্পদ কর্মকর্তা। স্থানীয়রা জানান, বুধবার সকালে জগনাথকান্দি এলাকার কৃষক আক্তার হোসেনের পালিত গাভির প্রসব বেদনা ওঠে। পরে স্থানীয় লোকদের সহযোগিতায় একটি বাছুর প্রসব করে। স্বাভাবিক প্রসব হলেও ছয়টি পা নিয়ে জন্ম নেয় বাছুরটি। যা ওই এলাকায় এই প্রথম কোনো ঘটনা। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে বাছুরটি এক পলক দেখতে ছুটে আসছেন মানুষ। ওই এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন, ছয় পাওয়ালা বাছুর এই প্রথম দেখতে পেলাম। কিছুটা ভয় কাজ করলেও আল্লাহ...
ফিল্মি কায়দায় হানা দিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য কর্মকর্তাদের উপর আক্রমণ চালিয়ে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৫ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় উড়াও পাড়া এলাকার তোতামিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। এ সময় ১২ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোবিন্দনগর এলাকায় উড়াও পাড়া এলাকার তোতামিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করার সময় ওই এলাকার তোতামিয়ার ছেলে প্রিয় ইসলামকে (১৭) মাদকসহ আটক করেন মাদকদ্রব্য কর্মকর্তারা। পরবর্তীকালে একই এলাকার আরিফ (২৫) রাজা (২৩) ও বিজয় (২২) নামে তিনজন যুবক তাদের উপর আক্রমণ চালিয়ে হাতকড়া পড়াবস্থায় প্রিয় ইসলামে ছিনিয়ে নেয়। এ সময় সিপাহী ফেরদৌস কোবির বাঁধন ও এএসআই আব্দুল হালিম আহত হন। পরে থানা থেকে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে একই এলাকার মৃত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর