বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ শীর্ষ কয়েকজন নেতার ফেসবুক আইডি একাধিক দিন ধরে অজ্ঞাত কারণে অদৃশ্য হয়ে গেছে। এর পাশাপাশি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও রাত সাড়ে ১০টার পর থেকে আর পাওয়া যাচ্ছে না। আজ বুধবার (১ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এই বিষয়টি জানানো হয়। একাধিক সূত্র জানায়, ক্র্যাক প্লাটুন নামে একটি হ্যাকার গ্রুপ সাইবার হামলার জন্য নিজেদের দায় স্বীকার করেছে, তবে এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। আইডি উধাও হওয়া নেতাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফী, অনলাইন একটিভিস্ট সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ছাত্রনেতা।...
হাসনাত-সারজিস-আসিফের ফেসবুক আইডি উধাও
অনলাইন ডেস্ক
ইসি’র বদলি-প্রজ্ঞাপন: নতুন দায়িত্বে ৬২ কর্মকর্তা
অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) ৬২ কর্মকর্তাকে বদলি করেছে, যাদের মধ্যে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা নির্বাচন অফিসার পর্যন্ত রয়েছেন। বুধবার (১ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপন ও অফিস আদেশে এই বদলি ও পদায়ন কার্যকর করা হয়। নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খানকে বদলি করে এনআইডির পরিচালক (অপারেশনস) পদে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীকে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে চট্টগ্রামের...
প্রশিক্ষণরত আরও ৮ এসআইকে অব্যাহতি
সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের আট উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাতটার পর তাঁদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে রাত ৯টার মধ্যে তাঁদের একাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত রোববার সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে উচ্চ স্বরে হইচই করার অভিযোগে ওই আট এসআইকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। নোটিশে তাঁদের তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে জানানো হয়েছিল, ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাঁদের অব্যাহতি দেওয়া হবে। সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার পক্ষে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন। এ ব্যাপারে জানতে তাঁদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তাঁরা ধরেননি।...
নাটোরের সাবেক এমপি শহিদুলের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১ জানুয়ারি) এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। আক্তার হোসেন জানান, শহিদুল ইসলাম বকুল পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৬৪৫ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এছাড়া তিনি (বকুল) নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংক হিসাবে ১৪ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ২৭৪ টাকা জমা ও ১৪ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৭১৩ টাকা উত্তোলন অর্থাৎ সর্বমোট ২৯ কোটি ১৪ লাখ ৬ হাজার ৯৮৭ টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর