জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুর গ্রামে সাফায়াত (৪) ও ফারহান (৪) নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটেছে। ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নওশিন নাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর গ্রামের সরোয়ার হোসেনের চার বছরের শিশুপুত্র ও প্রতিবেশী সোহাগ হোসেনের একই বয়সের শিশুপুত্র ফারহান বাড়ির পাশে খেলছিল। হঠাৎ করে তারা বাড়ির পাশেই পুকুরে পড়ে যায়। এ সময় তাদের দেখতে না পেয়ে পরিবার খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে চারটার দিকে পুকুর থেকে তাদের উদ্ধার করে ক্ষেতলাল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।...
জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি

কুড়িগ্রামে কৃষক পর্যায়ে বীজ সংরক্ষণের উদ্যোগ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম থেকে

কুড়িগ্রামে স্থানীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে সরিষা বীজ সংরক্ষণের উদ্যোগ। চলতি মৌসুমে জেলায় ২৫ হাজার ৬৩৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। সরিষা থেকে ভোজ্য তেল, শাক ও খৈল তৈরি করে লাভবান হচ্ছে কৃষক। ফলে সরিষা চাষে ঝুঁকছে কৃষকরা। কৃষি বিভাগ সূত্র জানিয়েছে আমন ও বোরো চাষের মধ্যবর্তী সময়ে জমি ফেলে রাখার যে সংস্কৃতি কৃষক পর্যায়ে রয়েছে সেখান থেকে কৃষকদের উদ্বুদ্ধ করতে জমিতে তিন ফসল চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হতে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষি বিভাগের এক তথ্যে জানা গেছে, সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। দেশে বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ হেক্টর জমিতে সরিষা চাষ হয় এবং এতে প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায়। বিভিন্ন জাতের সরিষার বীজে প্রায় ৪০ থেকে ৪৪% তেল থাকে। খৈলে প্রায় ৪০% আমিষ থাকে। তাই খৈল গরু ও মহিষের জন্য খুব পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।...
সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসছিল যুবকের লাশ
অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় মো. নয়ন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকাল ৮ টায় (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের ভান্ডারীপুল এলাকায় লেকের পানিতে ভাসছিল নয়নের মরদেহটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। নিহত যুবক জামালপুর জেলার সদর থানার রনরামপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। পুলিশ জানায়, নয়ন এক মাস পূর্বে নিজগ্রাম থেকে সিদ্ধিরগঞ্জ এসে তার মামার বাড়িতে বসবাস করছিল। তিনি গত বুধবার সন্ধ্যায় ইফতার করে মামার বাড়ি থেকে বের হবার পর আর খোঁজ মিলেনি। শুক্রবার সকালে স্থানীয় জনতা ডিএনডি লেকে তার মরদেহ ভাসমান অবস্থা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, মৃত ব্যক্তি বুধবার থেকে নিখোঁজ হলেও তার স্বজনরা থানায় অভিযোগ দিতে আসেনি।...
সীমান্তে চোরাই পথে আনা অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত পরশুরাম, কেতরাংগা, তারাকুচা, ছাগলনাইয়া, মধুগ্রাম এবং চম্পকনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় ফেনী বিজিবিসদস্যগণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গত দুই দিনে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরিচালিত উক্ত অভিযানে ভারতীয় শাড়ি, গেঞ্জি, থ্রীপিস, শাল কাপড়, মেয়েদের জামা, শার্ট, প্যান্ট, বিস্কুট, ক্রোকারিজ আইটেম, টু-পিস, পন্স পাউডার, চিনি, মোবাইল ফোন, ট্রলি ব্যাগ, জায়নামাজ, কিসমিছ ভারতীয় নেহা মেহেদী জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ ২৬ হাজার ৬১০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় (৪ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর